হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বিশ্ব "আল কুদস দিবস"উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ এবং ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে ইরান থেকে অনলাইনে আলোচনা পেশ করেন হুজ্জাতুল ইসলাম জনাব আবদুল্লাহ হোসাইনী (পি এইচ ডি গবেষক. তাফসীর বিভাগ. আল মোস্তফা সা: আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইরান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব ডাক্তার মোঃ বাবর আলী, সহ-সভাপতি, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং উপদেষ্টা, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।
জনাব মোঃ আমিনুল ইসলাম (প্রভাষক কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ), উপদেষ্টা, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।
জনাব মোঃ মাসুদ আলম, উপদেষ্টা, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।
সভাপতিত্ব করেন: মোঃ মুজিবুর রহমান (অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা), সভাপতি, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং উপদেষ্টা পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ,
স্বাগত বক্তব্য সহ সভা সঞ্চালনা করেন:
জনাব মোহাম্মাদ হোসাইন, সাধারণ সম্পাদক, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ এবং ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বক্তাগণ মজলুম ফিলিস্তিনি জনগণের ওপর অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের জুলুম-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান, সেই সাথে ফিলিস্তিনি জাতির স্বাধীনতা সংগ্রামে বিশ্বের সকল মুসলিম দেশ কে সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়, আলোচনা সভা শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মার ঐক্য সমৃদ্ধি শান্তি কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।